লক্ষ্মীপুরের রায়পুরে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে আলী আকবর (৭২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে উপজেলার চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার চরবংশী গ্রামের নুরুল ইসলামের সঙ্গে আলী আকবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকালে নুরুল ইসলাম, তার ছেলে জসিম ও জুয়েল ওই জমির গাছ থেকে ডাব পাড়তে যান। এ সময় আলী আকবর বাধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আলী আকবরকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে থেকে দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, ঘটনার পর চরবংশী এলাকায় অভিযান চালিয়ে জসিম ও রুবেলসহ তিনকে আটক করা হয়েছে। তারা থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
নিহতের ছেলে তৌহিদ ইসলাম বলেন, আমার বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাজল কায়েস/আরএআর/পিআর