দেশজুড়ে

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুরা হলো সদর উপজেলার আবিরনগর এলাকার ট্রাকচালক রিয়াজ হোসেনের ছেলে রিয়ন (২) ও রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার মাহমুদুর রহমানের ছেলে আওতাফ (দেড় বছর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই শিশু খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে। পরে সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, সম্প্রতি লক্ষ্মীপুর পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়ে গেছে। এক জরিপে দেখা গেছে, প্রতিদিনই পানিতে ডুবে মারা যাচ্ছে এক শিশু।

কাজল কায়েস/এএম/পিআর