নীলফামারীর ডিমলায় মোবাইল ফোনে কথা বলতে নিষিধ করায় বিউটি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার ভোরে ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিউটি গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে ও পশ্চিম খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহত বিউটির মা সোনাজান বেগম বলেন, প্রায় সময় বিউটি পড়াশুনা না করে গোপনে মোবাইলে কথা বলত। আর তাই মঙ্গলবার রাতে তার মোবাইল ফোনটি ভেঙে দিলে মনের ক্ষোভে সে বিষপান করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, মেয়েটির পরিবার অভিযোগ না দেয়া ও তদন্তে বিষপানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় মরদেহের দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জাহেদুল ইসলাম/আরএ/আরআইপি