দেশজুড়ে

৩০ মিনিট অনশন করল বিএনপি

পুলিশের অনুমতি নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে মাত্র ৩০ মিনিটের অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় যশোর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, কর্মসূচির অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন টালবাহানা শুরু করে। শেষ পর্যন্ত সকাল ১০টার দিকে কোতোয়ালি থানা থেকে জানানো হয়, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আধা ঘণ্টার জন্য কর্মসূচি পালন করা যাবে। এরপর কর্মসূচি পালনের জন্য সকালে প্রেস ক্লাবে চত্বরে মাইক ও মাদুর ঢোকানোর সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে প্রেসক্লাবের ফ্লোরে বসেই অনশন করে বিএনপির নেতাকর্মীরা।

অনশন কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করেছে। একদিকে সরকার মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে বিরোধদলকে কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। এখন অসংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়ে তাকে নতুন করে জেল দেয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারকে অগণতান্ত্রিক পথ পরিহার করে খালেদাকে মুক্তি দিতে হবে।

অনশন কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এএম/জেআইএম