দেশজুড়ে

স্ত্রী ফিরে না আসায় আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের লামায় আবুল কাসেম (২৮) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তিনি লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি পশ্চিম পাড়ার মৃত সৈয়দ জামালের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিয়াকত আলী বলেন, মরদেহটি উদ্ধার করে লামা থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।

এলাকাবাসী জানান, আবুল কাসেম পেশায় একজন ফার্ণিচার মিস্ত্রি। তার মো. কাইমুল ইসলাম সোহান (৩) নামে একটি ছেলে রয়েছে। বর্তমানে তার স্ত্রী কুলসুমা বেগম রেখা (২২) গর্ভবতী। স্ত্রীর সঙ্গে আবুল কাসেমের সম্পর্ক ভাল ছিল না। নিত্যদিন তাদের সংসারে ঝগড়া লেগেই থাকত।

গত কোরবানির ঈদের সময় কুলসুমা বেগম তার বাবার বাড়িতে যাওয়ার পর আর স্বামীর বাড়িতে ফিরে আসেনি। আর স্ত্রী বাড়িতে ফিরে না আসায় আবুল কাসেম অভিমান করে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই ঘটনায় লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।

এফএ/আরআইপি