রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার পুলিশ লাইন এলাকায় দিনমজুরির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নিহত মো. রাসেল (২১) শহরের তবলছড়ি ৪নং ওয়ার্ডের অফিসার্স কলোনীর স্থানীয় বাসিন্দা মো. বেলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি দিনমজুরির কাজ করতেন তিনি।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় দিনমজুরি কাজ করতে যান রাসেল। কর্মরত অবস্থায় পাশের ভবনের ছাদে বিদ্যুতের তার ঝুলে থাকলে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফএ/আরআইপি