দেশজুড়ে

তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই ব্যক্তি তাড়াহুড়ো করে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি অসাবধানতাবশত ওই ট্রেনের নিচেই কাটা পড়ে নিহত হন।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস