দেশজুড়ে

দিনাজপুরে জামায়াতের আমিরসহ গ্রেফতার ২২

দিনাজপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমাবার তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে নবাবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. আবুল কাসেমের বাড়িতে নাকশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এ সময় তার বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ।

অভিযানে জামায়াতের আমির আবুল কাশেমসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টেশন রোডের রোলেক্স বিরিয়ানি হাউসের দোতলায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমাবার দুপুরে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।

এছাড়া ঘোড়াঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চারজন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি