নরসিংদীর দুর্গম চরাঞ্চল নজরপুরে প্রতিপক্ষ দুই পরিবারের মধ্যে টেঁটাযুদ্ধ সংঘঠিত হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে বিএনপি সমর্থিত বড়বাড়ি ও আওয়ামী লীগ সমর্থিত ভূইয়াবাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগে ভূইয়াবাড়ির হালিম ভূইয়াকে মারপিট করেন বড়বাড়ির শারফিন ও আজান। এ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে হালিম ভূইয়া বাড়ি ফেরার ফথে পুনরায় তকে মারপিট করেন। এ খবর ভূইয়া বাড়ির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ে।
পরে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সঞ্জিত সাহা/এফএ/পিআর