দেশজুড়ে

চাল আত্মসাতের অভিযোগে নারী মেম্বার আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভিজিডি প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে সাহেব রামপুর ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগম ও তার সহযোগী নাসির হাওলাদার, ও শারমিন বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের আন্ডার চর এলাকার নিজ বাড়ি থেকে ৪৮০ কেজি চালসহ তাদের আটক করে কালকিনি থানায় আনা হয়। এছাড়া ইউপি মেম্বার সালমা ও জাহাঙ্গিরের পৃথক ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

আটক নারী মেম্বার সালমা বেগম বলেন, আমি ৮টি কার্ডের চাউল কাউকে না দিয়ে চিকিৎসার জন্য রাখি। আর এর মধ্যে থেকে কিছু চাল জাহাঙ্গির হাং ও শারমিন বেগমের কাছে বিক্রি করি।

এদিকে এবিষয়ে সাহেব রামপুর ইউনিয়ন চেয়ারম্যানকে বারবার ফোন করে তার সঙ্গে যোগযোগ করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিক করে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, আটককৃতদের জিজ্ঞাসা বাদ চলছে।

এ কে এম নাসিরুল হক/আরএ/এমএস