গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে (উন্মুক্ত আলোচনা দিবস) অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।
থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, পৌর মেয়র লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।
উন্মুক্ত আলোচনাপর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, নারী নেত্রী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রাধান্য পায় উপজেলার মাদক পরিস্থিতি। পরে পুলিশ সুপার শামসুন্নাহার তার বক্তব্যে সামাজিক এ ব্যাধি সমাজ থেকে মূলোৎপাটন করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং সে সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূলের অঙ্গীকার করেন তিনি।
আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি