বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি ব্লকের বেডশিট রাখার গোডাউনে আগুন লেগেছে। রোববার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে গোডাউনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ফায়ারম্যান জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নেভাতে ৯টি ইউনিট কাজ করছে। জিয়াউর জানান, ১০টা ৩০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখনো কেউ হতাহত হয়নি। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি বলে জানান তিনি।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার কারণে অতিরিক্ত গাড়ি পাঠানো হয়েছে। এখন ডাম্পিং ও কুলিংয়ের কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত অফিসারদের রিপোর্ট পেলে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এআর/এমআরএম