বিনোদন

'গলি বয়' ছবির প্রচারে রণবীরের ডাইভ

মু্ম্বাইয়ের র‌্যাপার ডিভাইন ও নেজির জীবনকাহিনী অবলম্বনে বেশ কিছুদিন আগেই 'গলি বয়' ছবির কাজ শেষ করেছেন পরিচালক জোয়া আখতার। এবার শুরু হয়েছে ছবির প্রমোশনের কাজ।

গত শনিবার ছবিটির প্রচারণায় অংশ নেন মূখ্য চরিত্রে অভিনয়কারী বলিউড অভিনেতা রণবীর সিং। পায়ে স্নিকার, গায়ে কমলা রঙের হুডি টি-শার্ট ও কালো প্যান্ট, আর মুখে সেই চেনা হাসি নিয়ে র‌্যাপার ডিভাইনের সঙ্গে হাজির হন মঞ্চে। ডিভাইনের সঙ্গে মিলে মঞ্চ মাতানোর এক পর্যায়ে হঠাৎই সেখান থেকে ডাইভ দিয়ে সামিল হন দর্শকদের মাঝে। এতে রণবীর কিছুটা ব্যথা পেলেও ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Ranveer Singh stage diving!!!!!!! #GullyBoy #GullyFest pic.twitter.com/xF4xdpwX9x

— Ranveer's Cafe (@ranveercafe69) September 22, 2018

এমএমজেড/জেআইএম