দেশজুড়ে

নীলফামারীতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নীলফামারীর ডোমার উপজেলায় গোমনাতী ইউনিয়নের সুখীপাড়া গ্রামের কৃষক লুৎফর রহমান (৫০) হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহাবুল আলম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই গ্রামের সামছুদ্দিন (৬০), রফিকুল ইসলাম (৩৫), ফজলার রহমান (৫০), আশরাফ আলী (৪০) ও বিশাদু মাহমুদ (৫০)। এসময় আসামিরা অাদালতে হাজির ছিলেন। ওই রায়ের পাশাপাশি এই ৫ ব্যক্তির প্রত্যেককে আরো দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে সাজা প্রদান করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, জমিজমা বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে ডোমারের আমবাড়ি বাজার থেকে ধরে নিয়ে গিয়ে আসামিরা পরিকল্পিতভাবে কৃষক লুৎফর রহমানকে হত্যা করনি এবং পার্শ্ববর্তী ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখেন। এ ঘটনায় হত্যার শিকার কৃষক লুৎফর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে ঘটনার পরদিন ১৬ ফেব্রুয়ারি ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আদালত ওই ৫ আসামির বিরুদ্ধে এ সাজা প্রদান করেন বলে নিশ্চিত করেন উক্ত আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাড. জামিল আহমেদ।জাহেদুল ইসলাম/এমজেড/আরআইপি