দেশজুড়ে

কর্মীর হাত কেটে উল্লাসকারী ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

পাকশীতে ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে উল্লাস করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টুকে গ্রেফতার করে।বুধবার দুপুরে প্রথমে তাকে পাকশীর তিন বটতলা মোড়ে গ্রেফতার করা হয়। এরপর পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে গেলেও কিছুক্ষণ পর শহরের পোস্ট অফিস মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করে জানান, তাকে গ্রেফতারের সময়ই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সাথে সাথেই তাকে তাড়া করে গ্রেফতার করা হয় এবং তৎক্ষণাত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের জন্য পাবনা পাঠিয়ে দেয়া হয়েছে।গত ১ জুন প্রকাশ্য দিবালোকে পাকশী পেপার মিলের সামনের রাস্তায় টুনটুনির পুরো একটি হাত চাপাতি দিয়ে কুপিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে ছাত্রলীগেরই প্রতিপক্ষ গ্রুপ। এই হাত নিয়ে মোটরসাইকেলে করে উল্লাস প্রকাশ করা হয়। এই ঘটনায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টুকে প্রধান আসামি করে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন টুনটুনির দাদা শহিদুল বিশ্বাস। ন্যাক্কারজনক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জেলা আইন-শৃংখলা কমিটির সভায় আলোচিত হয়। এদিকে পাবনায় নতুন পুলিশ সুপার যোগদানের পর এজাহারভুক্ত ও ওয়ারেন্ট আসামিদের গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করলে বুধবার পিন্টুকে গ্রেফতার করে পাবনা আদালতে পাঠানো হয়। আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমআরআই