নেত্রকোনার মদন উপজেলায় মাথাবিহীন অদ্ভুত এক ছেলে শিশুর জন্ম হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণপাড়া গ্রামে নাজমুল হক সোহেলের শ্বশুরবাড়িতে তার স্ত্রী মিশু আক্তার স্বাভাবিকভাবে (প্রথম সন্তান) এ শিশুটি প্রসব করেন।
শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মাথাবিহীন নবজাতক শিশুটি হাত-পা নাড়াচ্ছে। তবে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দিলে অভিভাবকরা অসম্মতি জানান।
এ সময় শিশুটির বাবা নাজমুল হক সোহেল বলেন, শিশুটির মাথা নেই। তাকে খাওয়ালে বা হাসপাতালে নিলে কি হবে? জানি না আল্লাহর কাছে কী পাপ করেছি, এমন সন্তান কেন আমায় দিল?
কামাল হোসাইন/আরএআর/এমএস