জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মা নদীতে খনন কাজ চলমান থাকায় সোমবার সন্ধ্যা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, নৌ রুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকটের কারণে প্রতিদিনই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নৌ রুট সচল রাখতে খনন যন্ত্রগুলো বিকেল থেকে বিভিন্ন স্থানে খনন কাজ শুরু করেছে। ফলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। এ কারণে কাঁঠালবাড়ী ও শিমুলিয়া উভয় ঘাটে পারাপরের অপেক্ষায় রয়েছে প্রায় ৮০০ যানবাহন।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, খনন কাজের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রাতেও ফেরি চলাচল বন্ধ থাকবে।

একে এম নাসিরুল হক/আরএআর/পিআর