দেশজুড়ে

তরুণদের অপকর্ম রুখতে কমিউনিটি পুলিশিং সমাবেশ

ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিপথগামী তরুণদের অপকর্ম থেকে দূরে রাখতে সচেতনামূলক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে থানাপ্রাঙ্গণে বিজয়নগর থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রণ নেন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি কাজী হারিছুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের নেশায় তরুণসমাজ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে প্রত্যেক বাবা-মাকে তাদের সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে।

এছাড়া স্কুল-কলেজে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যেন যৌন হয়রানির শিকার না হয় সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা।

আজিজুল সঞ্চয়/বিএ