পিরোজপুর সদর উপজেলার সিকদার মলিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরদার কামরুজ্জামান চাঁন বিএনপি পিরোজপুর জেলা কমিটির স্বণির্ভর বিষয়ক সম্পাদক। ৫ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, পিরোজপুর সদর থানার দ্রুত বিচার মামলা (মামলা নং-০১/১৫) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। হাসান মামুন/এমজেড/আরআইপি