দেশজুড়ে

সৈয়দ শামসুল হকের নামে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের নামে একনেকে অনুমোদনকৃত স্মৃতি কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু করাসহ তার নামে কুড়িগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে।

বৃহস্পতিবার কবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তোলা হয়।

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কবির আত্মজীবনী নিয়ে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধীতে জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।

তবে শ্রদ্ধা জানাতে আসা লোকজন কবির সমাধীটি অযত্ন আর অবহেলায় পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন।

পরে কবির সমাধীস্থল থেকে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নাজমুল হোসেন/এফএ/পিআর