পিরোজপুরের কাউখালী উপজেলায় খোকন (৩২) নামে এক অটোরিকশা চালকের চোখ উৎপাটনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে বখাটে আশরাফুল ইসলাম ছোট্টর বিরুদ্ধে। আহত খোকনকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত খোকনের চাচা ইয়াকুব জানান, বুধবার সন্ধ্যার দিকে খোকন অটোতে করে নৈকাঠী থেকে যাত্রী নিয়ে কাউখালী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা সদরের মানিক মিয়া বিদ্যালয়ের সামনে একটি ডাইভারশন অতিক্রমকালে আশরাফুল ইসলাম ছোট্টর মোটরসাইকেলে খোকনের অটোরিকসার ধাক্কা লাগে। এতে ছোট্ট ক্ষেপে গিয়ে মোটরসাইকেল থেকে নেমে খোকনের দুই চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। পরে স্বজনা আহত খোকনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, হাসপাতালে গিয়ে আহত খোকনের কাছ থেকে ঘটনা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে বখাটে ছোট্ট গত ২৩ সেপ্টম্বর কাউখালী বাসস্ট্যান্ডে সোহাগ নামে এক ভ্যান চালককে মারধর করে।
হাসান মামুন/আরএ/জেআইএম