নোয়াখালীর সেনবাগে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবু সুফিয়ান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সুফিয়ান ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসা ও অধিপত্য বিস্তার নিয়ে সুফিয়ান গ্রুপের সঙ্গে এলাকার অন্য একটি গ্রুপের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুফিয়ান নিহত হন।
ওসি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মিজানুর রহমান/আরএআর/পিআর