কক্সবাজারের পেকুয়ায় তিন বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার সন্ধ্যার পর পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মগকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা রশিদা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত জেমি (৩) পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মগকাটার শের আলীর মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভুঁইয়া জানান, পেকুয়া সদর ইউনিয়নের মগকাটার শের আলী ওরফে রশিদ আহমদের মেয়ে জেমি ও নাতনি শিপা মনি (প্রথম স্ত্রীর মেয়ে পাখি আকতারের মেয়ে) খেলা করছিল। তারা হঠাৎ ঝগড়ায় লিপ্ত হলে তার রেশ চলে যায় মায়েদের মাঝে। জেমির মা রশিদা বেগম ও শিপার মা পাখি আকতারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। একপর্যায়ে নিজের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন রশিদা বেগম।
ওসি আরও জানান, প্রথম পক্ষের সন্তান ও স্বামীর ভাইদের সঙ্গে আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল রশিদা বেগমের। হয়তো এর জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে রাগের মাথায় কুপিয়ে হত্যা করেছেন রশিদা। তাকে আটক করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর