দেশজুড়ে

সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না

রাজধানীতে বিএনপির ডাকা শনিবারের সমাবেশের বিষয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সহ্য করা হবে না।

শুক্রবার সকালে মাদারীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

নৌমন্ত্রী বলেন, যে কারোই সভা-সমাবেশ এবং কথা বলার অধিকার আছে। তবে সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে তাহলে কোনো ক্রমেই সহ্য করা হবে না।

মন্ত্রী এ সময় জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনসহ ঐক্যের নেতাদের সমালোচনা করেন। তিনি বলেন, ঐক্যের নামে তারা মানুষের গণতান্ত্রীক অধিকার হরণ করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। পরে মন্ত্রী রাজৈর উপজেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধনসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

নাসিরুল হক/এফএ/এমএস