দেশজুড়ে

মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

সোমবার বেলা ১১টার দিকে শহরের কলেজ মোড়ে জেলা পুলিশের উদ্যোগে এই হেলমেট বিতরণ করা হয়। মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই বাছাই শেষে পুলিশের পক্ষ থেকে ৬০ জন চালককে এই হেলমেট দেয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/আরএ/পিআর