ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেমালিয়া নদীতে রঞ্জনা রাণী দাস (১৯) নামে এক তরুণীর মরদেহ ভেসে ওঠেছে। সোমবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া এলাকার বেমালিয়া নদীতে ভেসে ওঠে মরদেহটি।
নিহত রঞ্জনা সরাইলের পর্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের গণেশ দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ানোর জন্য বের হন রঞ্জনা। পরে প্রাইভেট পড়ানো শেষে নৌকায় করে স্থানীয় বেমালিয়া নদীতে ঘুরতে গিয়ে নদীতে ডুবে যান তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রঞ্জনা। পরে সোমবার বিকেলে নদীর সরাইলের ধামাউড়া অংশে তার মরদেহ ভেসে ওঠে।
জেলা পুলিশের সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এসএসপি) মনিরুজ্জামান ফকির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধারের জন্য ট্রলার নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি