দেশজুড়ে

বাকেরগঞ্জে ভাগ্নের হামলায় মামার মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতির কৃষ্ণনগর এলাকায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে ভাগ্নের হামলায় মামা মজিবর মৃধার (৬০) মৃত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, মজিবর রহমানের ছেলে মো.শামীম মৃধা। মজিবর মৃধা ও অভিযুক্ত ভাগ্নে রহিম সিকদারের বাড়ি কৃষ্ণনগর এলাকায়।শামীম মৃধা জাগো নিউজকে অভিযোগ করে জানান, বুধবার বিকেলে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় ভাগ্নে রহিম সিকদারের সঙ্গে। এ ঘটনার জের ধরে তার বাবা মজিবর মৃধা বাংলাবাজার থেকে বাড়ি ফিরলে সেখানে তার ওপর হামলা করেন রহিম সিকদার। এরপর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ড. মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হেসেন জাগো নিউজকে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেচিম হাসপাতলে পাঠিয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাই কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়। রিপোর্ট পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাইফ আমীন/এমজেড/পিআর