দেশজুড়ে

খাগড়াছড়ির ৩ উপজেলায় অচলাবস্থা

নির্বাচিত তিন শীর্ষ জনপ্রতিনিধির টানা অনুপস্থিতিতে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে সরকারের বিভিন্ন দফতরের প্রশাসনিক সকল কাজ প্রায় অচল হয়ে পড়েছে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল স্বাক্ষর না হওয়ায় ভোগান্তি বাড়ছে। মূলত আঞ্চলিক দলসমূহের রক্তক্ষয়ী সংঘাতে নিজেদের প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন খাগড়াছড়ির এই তিন উপজেলার চেয়ারম্যান।

চলতি বছরের ৪ মে থেকে পানছড়ির উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা অনুপুস্থিত রয়েছেন। প্রায় দুই মাস অনুপস্থিত থাকার পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে মো. লোকমান হোসেনকে ক্ষমতা দেয়া হয়।

গত ৩ মে পাশের জেলা রাঙ্গামাটির নানিয়াচরে উপজলো চেয়ারম্যান ও জেএসএস (এমএন লারমা ) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমা নিজ কার্যালয়ের সামনে খুন হন। এ ঘটনার দিন থেকেই লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা গা ঢাকা দিয়েছেন। এরপর থেকে তিনি আর অফিস না করায় উপজেলা প্রশাসনের দাফতরিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আটকে আছে একাধিক ফাইল। চেয়ারম্যানে অনুপস্থিতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে দুর্গম পাহাড়ী জনপদ লক্ষ্মীছড়িতে।

এ বিষয়ে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা মুঠোফোনে বলেন, জীবন বাঁচাতে এলাকা ছাড়তে হয়েছে। যেকোনো সময় আমি আক্রমণের শিকার হতে পারি এমন আতঙ্কে দিন পার করছি।

গত ১৩ জুলাইয়ের পর থেকে অফিস করছেন না খাগড়াছড়ির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। এ দিন খাগড়াছড়ি জেলা সদরের আদালত সড়কে প্রকাশ্যে তার উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই চঞ্চুমনি চাকমা আর উপজেলা পরিষদে আসেননি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসালাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকলে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। তবে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসনিক কাজে জটিলতার বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও লক্ষ্মীছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সর্মথিত এসব প্রার্থীরা জয়লাভ করে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএ/জেআইএম