জালনোট ব্যবসা থেকে প্রতারণা ও জনসাধারণের সচেতনার জন্য নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড্র ইন্ড্রাস্ট্রিজের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতিকে দুটি জালনোট সনাক্তকরণ মেশিন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের কাপড় পট্টি ব্যবসায়ী সমিতি এবং সুপারি পট্টি ব্যবসায়ী সমিতিকে এ দুটি মেশিন প্রদান করেন নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড্র ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। এসময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহারিয়ার রাসেল, পরিচালক আহম্মদ আলী, আব্দুল খালেক, মোতাহার হোসেন পলাশ, মাহমুদ মোল্লা আপেল, আবুল কালাম আজাদ, দীপক কুমার সরকারসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংক এবং এফবিসিসিআই জাল নোট রোধকল্পে ও বন্ধ করার প্রয়াস নিয়ে নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড্র ইন্ড্রাস্ট্রিজ মেশিন দুটি দিয়েছে বলেন জানান সভাপতি।এমজেড/এমআরআই