জয়পুরহাট জেলা কারাগারের হাজতি মামুনুর রশিদ (৪৭) মারা গেছেন। বুধবার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামুনুর রশিদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামে।
কারাগার সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি মামলার আসামি হয়ে গত ২৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় রশিদকে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে রশিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বুধবার সকালে তার মৃত্যু হয়।
জেলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাজতি মামুনুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের এই তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/আরএআর/এমএস