দেশজুড়ে

কারাবন্দি ইউপি সদস্যের মৃত্যু

ঝালকাঠি সদর উপজেলায় একটি চাঁদাবাজি মামলার আসামি বাসন্ডা ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের কারা শাখায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মন্টু লেশপ্রতাপ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, বাসন্ডা ইউনিয়নের লেশ প্রতাপ গ্রামের এক ব্যবসায়ীর দেয়া চাঁদাবাজি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ঝালকাঠি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মন্টু পুলিশকে দেখে রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তিনি অসুস্থ হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

ঝালকাঠি জেলার মো. তারিকুল ইসলাম জানান, হাজতি খলিলুর রহমান মন্টু কারাগারে অসুস্থ অবস্থায়ই এসেছিলো। তাকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে রাখা হয়েছিলো। সেখানে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ স্বজনদের দেয়া হয়েছে।

আতিকুল ইসলাম/আরএ/পিআর