ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুটি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হীরাপুর এলাকা থেকে স্থানীয় ফকিরমোড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা তাকে আটক করে। আটক আরিফুল ওই উপজেলার নয়নপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হীরাপুর ঈদগাহ্ মাঠের পাশে একটি বাইসাকেল থামিয়ে ওই যুবককে আটক করে। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বার দুটির ওজন ২৫ ভরি।
ফকিরমোড়া বিওপির সুবেদার আজিজুর রহমান জানান, আটক যুবকের আখাউড়া থানায় মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর