দেশজুড়ে

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্য সঙ্কট ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে ৪ শতাধিক কাভার্ড ভ্যান, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন।

শনিবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া প্রান্তের সড়কে এ চিত্র দেখা গেছে। নাব্য সঙ্কট নিরসনে ৫ ও ৬নং ফেরি ঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম চলতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্য সঙ্কটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এজন্য নদী পারাপারে ফেরির সময় বেশি লাগায় কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম