ক্যাম্পাস

ইবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে বিভাগের সভাপতির কক্ষে এক অনুষ্ঠানে বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেলের নিকট থেকে আনুষ্ঠিানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক আব্দুল মুঈদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়র হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু সিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ হোসেন ২০১২ সালের ৯ সেপ্টেম্বর এ বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তিনি মাগুরা জেলার সদর উপজেলার হেকমত উল্লাহ বিশ্বাসের ছেলে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/জেআইএম