দেশজুড়ে

মোকতাদিরের নোটিশের জবাব দিলেন সেই দুই নেতা

সুধী সমাবেশে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পাঠানো উকিল নোটিশের জবাব দিয়েছেন জেলা আওয়ামী লীগের দুই নেতা। আগের সংবাদটি পড়ুন : দুই নেতাকে উকিল নোটিশ পাঠালেন এমপি মোকতাদির

রোববার দুপুরে নিজেদের আইনজীবী তারিক হোসেন জুয়েলের মাধ্যমে নোটিশের জবাব দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন তার জবাবে বলেন, সুধী সমাবেশে তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে প্রচার এবং দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার জিরো ট্রলারেন্স নীতি জনগণকে অবহিত করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণকে অনুরোধ করেন।

জবাবে তিনি আরও বলেন, ওই সমাবেশে তিনি সাংসদ মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে তার মানহানি করেননি।

আমানুল হক সেন্টুও তার নোটিশের জবাবে বলেছেন, তিনি শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন। সাংসদ মোকতাদিরের মানহানি করে কোনো বক্তব্য দেননি।

এর আগে গত ২৪ সেপ্টম্বর সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি গ্রামের একটি বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে অসত্য, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানহানি করায় আমানুল হক সেন্টু ও হেলাল উদ্দিনকে উকিল নোটিশ পাঠান সাংসদ মোকতাদির চৌধুরী। গত বৃহস্পতিবার মোকতাদির চৌধুরীর পক্ষে তার আইনজীবী নাজমুল হোসেনের পাঠানো নোটিশ গ্রহণ করেন তারা।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম