দেশজুড়ে

খালেদার মুক্তির দাবিতে গাজীপুর মহিলা দলের অনশন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে গাজীপুর মহানগর মহিলা দলের উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন। গাজীপুর মহানগর মহিলা দলের সভাপতি শিরিন চাকলাদারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফিরোজা আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার বীণা, মহিলা কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার, উপদেষ্টা আনোয়ারা বেগম, সুলতানা আহমেদ কণা ও মাকসুদা বেগম প্রমুখ।

অনশন কর্মসূচি শেষে মহানগর মহিলা দলের সভাপতি শিরিন চাকলাদারকে পানি পান করিয়ে অনশন ভাঙান মহিলা দল নেত্রী খাদিজা আক্তার বীণা।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম