দেশজুড়ে

পাংশায় দুর্বৃত্ত‌দের গু‌লি‌তে বৃদ্ধ নিহত

রাজবাড়ী পাংশা উপ‌জেলার স‌রিষা ইউ‌নিয়‌নে দুর্বৃত্ত‌দের গু‌লি‌তে অাব্দুল ওহাব মন্টু (৬৫) না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। রোববার রাত সোয়া ৮টার দি‌কে স‌রিষা ইউ‌নিয়‌নের স‌রিষা প্রেম‌টিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে‌ছে।

‌নিহত মন্টু ওই ইউ‌নিয়‌নের প‌শ্চিম প্রেম‌টিয়া এলাকার মৃত অা‌জিম উ‌দ্দিন খার ছে‌লে।

এলাকাবাসী জানায়, ‌নিহত অাব্দুল ওহাব মন্টু ১৫-২০ বছর অা‌গে কোনো চরমপন্থী দ‌লের সদস্য ছি‌লেন। কিন্তু বর্তমা‌নে তি‌নি সাধারণভা‌বে জীবনযাপন কর‌তেন। কে বা কারা কী কার‌ণে তা‌কে হত্যা ক‌রে‌ছে তা কেউ জা‌নেন না।

রাজবাড়ীর অ‌তির‌ক্তি পু‌লিশ সুপার মোহাম্মদ রা‌কিব খান এর সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনার পর পরই পু‌লিশ ঘটনাস্থ‌লে গেছে। কে বা কারা কী কার‌ণে তাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে, সে বিষ‌য়ে জানার চেষ্টা কর‌ছেন।

রু‌বেলুর রহমান/জেএইচ