দেশজুড়ে

অভিযানের দ্বিতীয় দিনে রাজবাড়ীর পদ্মা জেলে শূন্য

চলমান মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে রাজবাড়ী সদর উপজেলার অংশে বয়ে যাওয়া পদ্মা নদীতে কোনো জেলে ও মাছ ধরার নৌকা দেখা যায়নি। এদিকে নদীতে জেলেরা যেন মাছ ধরতে না পারে সে জন্য জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিফতর তৎপর রয়েছে।

জেলা মৎস অধিদফতর সূত্র জানায়, পর্যাপ্ত প্রচার-প্রচারণা ও ইলিশ ধরার সঙ্গে সম্পৃক্ত জেলেদের খাদ্যশস্য বিতরণ করায় জেলেরা ইলিশ ধরা বন্ধ রেখেছেন। এছাড়া অভিযানের অংশ হিসেবে বাজারগুলোতে অভিযান পরিচালনা করবেন মৎস্য অধিদফতর।

মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন ইলিশ ধরা বন্ধের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতর এবং সরকারি নির্দেশ পালনের অনুরোধ জানিয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, জেলায় ৯ হাজারের বেশি মৎস্যজীবী মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত থাকলেও ইলিশ মাছ ধরতে প্রায় ৪ হাজার ৬৪০ জন জেলে সম্পৃক্ত রয়েছে। মাছ ধরা বন্ধ রাখার জন্য প্রথম বারের মত প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। গত বছর ইলিশ মাছ ধরার দায়ে ৪১০ জনকে জেলেকে জেল দেয়া হয়েছিল এবং যে সব নদীতে ইলিশ মাছ পাওয়া যায় সেসব নদীতে সব ধরনের মাছ ধরা নিষেধ। ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অভিযানের প্রথম দিনে ২৫ হাজার মিটার জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ভস্মিভূত করেছেন।

রুবেলুর রহমান/আরএ/জেআইএম