দেশজুড়ে

বগুড়া-২ আসনে নৌকা প্রতীক ভাড়া না দেয়ার দাবি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীক অন্য কাউকে ভাড়া না দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নৌকা সমর্থন গোষ্ঠীর নেতারা। সেই সঙ্গে তারা আগামী নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী দেবারও দাবি জানান।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে সাপ্তাহিক তৃণমূল বার্তা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নৌকা সমর্থন গোষ্ঠীর চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, গত দুটি সংসদ নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হলে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপার প্রার্থী এমপি নির্বাচিত হন। কিন্তু তিনি গত ৫ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো উপকার করেননি। সরকারের উন্নয়নকে তিনি নিজের বলে চালিয়েছেন। এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছে। এজন্য আগামী নির্বাচনের নিজের দলের অর্থাৎ আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী মনোনয়ন দেবার জন্য শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তারা। তিনি বলেন, তা না হলে দাবি আদায়ে আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন ধলু, নিমাই চন্দ্র দাস, আব্দুল মতিনসহ প্রমুখ।

লিমন বাসার/এমএএস/এমএস