গরু অন্যের ক্ষেতে গিয়ে ফসল নষ্ট করায় ক্ষেতের মালিক ও গরুর মালিক দুইজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে গরুর মালিক আলপিনা আক্তারের (৪০) মা আবালেরনেছা (৬০) ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিকেল সোয়া ৩টার দিকে নেত্রকোনার খালিয়াজুরি থানা সংলগ্ন সরকার হাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবলেরনেছা ওই গ্রামের মৃত গেদু মিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে খালিয়াজুরি থানা থেকে প্রায় ৩শ গজ দূরে সরকার হাটি এলাকায় আলপিনা আক্তারের একটি গরু প্রতিবেশী আজিজুল মিয়ার কলমি শাক ক্ষেতে ঢোকে ওই কিছু শাক খেয়ে ফেলে। এ নিয়ে ক্ষেতের মালিক আজিজুলের স্ত্রী ইতি আক্তার (৩৫) ও গরুর মালিক আলপিনার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় আলপিনার মা আবলেরনেছা তাদের থামাতে গেলে ইতি আক্তারের হাতে থাকা বসার পিঁড়ি তার মাথায় লাগে। এতে আবলেরনেছা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘটনাস্থলের পাশে থাকা খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর অভিযুক্ত ইতি আক্তার পরিবারের সদস্যদের নিয়ে গা ঢাকা দিয়েছেন। তার মুঠোফোন বন্ধ থাকায় এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি।
খালিয়াজুরি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কামাল হোসাইন/আরএআর/এমএস