দেশজুড়ে

চাঁদপুরে মেঘনা নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার

চাঁদপুরে হাইমচর উপজেলার মেঘনা নদীর লাল মিয়ার চর এলাকা থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, হাইমচর উপজেলার মেঘনা নদীর লাল মিয়ার চরে দুইজন নারী-পুরুষের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।হাইমচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ বিষয়টি নিশ্চত করে জানান, আনুমানিক ২০/২৫ বছর বয়সের অর্ধগলিত দুইটি মরদেহ করা হয়েছে। মরদেহের বাম হাতে মাজারের লাল সুতা বাঁধা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ইকরাম চৌধুরী/এআরএ/পিআর