দেশজুড়ে

বন্ধতেও খোলা থাকবে আখাউড়া ইমিগ্রেশন

হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে আগামী শনিবার (২০ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে এ সময়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দরের আমাদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। রোববার থেকে যথারীতি আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি