কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতার ১০ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ভোর ও দুপুরে পৃথক সময়ে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলার বিল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৩০), একই ইউনিয়নের করাচি পাড়ার মৃত জাফর ড্রাইভারের ছেলে ইদ্রিস ড্রাইভার (২৮), জিনাপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. ইদ্রিস (৪০), করাচি পাড়ার মৃত জালাল আহাম্মদের ছেলে সৈয়দ নূর (৫০) ও টেকনাফ বার্মিজ মার্কেট এলাকার মো. জাফর আলমের ছেলে ওমর ফারুক।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীনস্থ টেকনাফ সার্কেলের একটি টিম বিজিবি ও আনসারের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া ও সাবরাং ইউনিয়নের করাচি পাড়ায় অভিযান চালায়। এ সময় ১১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে মাদকসহ গ্রেফতারকৃতদের টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে, উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫ যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে টেকনাফের পুরান পল্লান পাড়ার জামাল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলমকে মরিচ্যা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর পাবনার সুজানগর থানার ভবানীপুরের হাজারির ছেলে জালাল হাজারি, আব্দুল আজিজের ছেলে মো. আশিক, মো. সেলিমের ছেলে মনিরুল ইসলাম ও খোরশেদ মিয়ার ছেলে আলী মিয়াকে মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক বলেন, তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা ও সেবনের কিছু সরঞ্জাম পাওয়া যায়। এসব ইয়াবা রাখার অপরাধে তাদের এ সাজা দেয়া হয়। পরে উখিয়া থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম