দেশজুড়ে

সাংবাদিক কাজল কায়েসের বাবার ইন্তেকাল

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও কালের কণ্ঠ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি কাজল কায়েসের বাবা মোহাম্মদ লাল মিয়া (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা যোহরের নামাজের পর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এদিকে তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাব, লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আরএআর/জেআইএম