আইন-আদালত

বিচারপতি মোজাম্মেল হকের প্রথম জানাজা সম্পন্ন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এরপর শনিবার বাদ আসর ১৫১ উত্তর বাড্ডা মরহুমের কুলখানী অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের মরহুমের জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভিাপতি ও সম্পাদকসহ সিনিয়র জুনিয়র আইনজীবীরা জানাজায় শরীক হন।

বিচারতি মো. মোজাম্মেল হক বুধবার ভোর ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত কারণ ছাড়াও বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

এএম মোজাম্মেল হকের ছেলে ও এক মেয়ে আমেরিকা প্রবাসী। তারা দেশে ফিরে আসার পর দাফন সম্পন্ন করা হবে। তার বড় মেয়ে জেবুন্নেসা সহকারী মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। অপর মেয়ে কামরুন্নেসা গৃহিণী।

বিচারপতি মোজাম্মেল হক ১৯৩৫ সালের ১ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি থানার সুবর্ণসারা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৬২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৮৮ সালের হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান এবং ২০০০ সাল পর্যন্ত বিচারপতি ছিলেন। ২০০০-০৭ পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১-০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট মনোনীত (বিএনপির) সিরাজগঞ্জ জেলার বেলকুচির আসনের সংসদ সদস্য ছিলেন।

এফএইচ/জেএইচ/জেআইএম