দেশজুড়ে

দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আইন সকলের জন্য সমান। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি কেউ কলুষিত করে থাকে, তা হলে সেটা বিএনপির সময়ই করা হয়েছে।

বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের আদালতের বিচারিক ব্যবস্থায় এমন কোনো কিছু পরিলক্ষিত হয়নি যেটাকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে।

হানিফ বলেন, যারা ভিন্ন মতের এবং যারা এই নির্বাচন কমিশনের ভেতরে থেকে এই নির্বাচনটাকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের স্বপ্ন সফল হবে না।

এসময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএ/জেআইএম