দেশজুড়ে

মধুপুরে ইয়াবাসহ কাউন্সিলর গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এ সময় তার কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার আলমগীর মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ পিস ইয়াবাসহ কাউন্সিলর আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/আরএ/আরআইপি