স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আইএস-জঙ্গি ভূত আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে। এই ভূত তাড়াতে সক্ষম হয়েছি আমরা। আমরা আর কোনো ভুল করতে চাই না।
রোববার নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জাতি সব কিছু পেয়েছে। আমাদের নতুন প্রজন্ম পৃথিবীর সঙ্গে টক্কর দিয়ে চলতে পারবে, বলতে পারবে আমরা কারও দান-ভিক্ষায় চলি না। আমাদের বাংলাদেশ আজ উন্নত বাংলাদেশে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্ম ভুল করবে না, আর কোনো ষড়যন্ত্রের শিকার হবে না।
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করেন আর্কাইভ-৭১। আর্কাইভ-৭১-এর সভাপতি এএইচ আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশের সাবেক আইজিপি সহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও আর্কাইভ-৭১-এর নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু প্রমুখ।
সঞ্জিত সাহা/এএম/পিআর