শরীয়তপুরের নড়িয়া উপজেলার নসাশন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ানকে (৪০) কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। রোববার নড়িয়া থানায় জসিম উদ্দিন দেওয়ানের স্ত্রী মোসা. মায়া বেগম বাদী হয়ে ২২ জনকে আসামি করে নড়িয়া থানায় মামলাটি করেন।
জসিমের স্ত্রী মোসা. মায়া বেগম বলেন, ইউপি নির্বাচন নিয়ে আমার স্বামীর সঙ্গে নশাসন ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের দ্বন্দ্ব চলছিল। গত ১৭ অক্টোবর (বুধবার) রাতে দেলোয়ার হোসেন তালুকদার, জয়নাল খা, সেরু কাজিসহ ২০-২২ জন লোক নিয়ে আমার স্বামীকে কুপিয়ে জখম করে। আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নশাসন ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, আমার কোনো লোক জসিম দেওয়ানের ওপর হামলা করেনি। এটি একটি চুরির ঘটনা বলে আমরা শুনেছি। পূর্ব-শত্রুতার কারণে সামাজিকভাবে হেয় করার জন্য আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ জানান, এ ঘটনায় জসিম উদ্দিন দেওয়ানের স্ত্রী মোসা. মায়া বেগম ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মো. ছগির হোসেন/আরএ/জেআইএম