কক্সবাজারের টেকনাফে ছয় হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার হ্নীলার ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মো. সেলিম (৪৫), একই এলাকার রমজান আলীর স্ত্রী হাফসা (২৩) ও রুস্তম আলীর স্ত্রী রুমা আক্তার (২৫)।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল এলাকার রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম ও হাফসাকে আটক করা হয়। একই এলাকার রুস্তম আলীর বসতঘরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ রুমা আক্তারকে আটক করা হয়। বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর